Home Newspaper Publications সঞ্চয়পত্র সম্পর্কে কতটা জানেন বিনিয়োগকারী!

সঞ্চয়পত্র সম্পর্কে কতটা জানেন বিনিয়োগকারী!

by

কাবেরী মৈত্রেয়মধ্যবিত্ত এই আপনি প্রতি মাসে একটু একটু করে কিছু টাকা সঞ্চয় করেছেন। সেজন্য অবশ্য আপনাকে অনেক শখ-আহ্লাদ বিসর্জন দিতে হয়েছে, ত্যাগ করতে হয়েছে অনেক পছন্দের খাবার, দেনদরবার চালিয়ে যেতে হয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন বাজারের সঙ্গেও। মাসে মাসে যে টাকা সঞ্চয় করছেন, তা বছর শেষে দেখা গেল একটা নির্দিষ্ট পরিমাণে দাঁড়িয়ে গেছে, যা কোথাও বিনিয়োগ করলে, ভাবছেন, কিছু লভ্যাংশ আসবে ঘরে। কিন্তু প্রশ্ন হলো, আপনার এই অর্থ কোথায় বিনিয়োগ করবেন? সরকারি-বেসরকারি কোন প্রতিষ্ঠানই বা আপনার রাখা অর্থের বিপরীতে সর্বোচ্চ মুনাফা দিতে পারবে?

দেশের শেয়ারবাজারের অবস্থা একেবারেই শোচনীয়। বলা যায় তলানিতে। ব্যাংকে স্থায়ী আমানত হিসাবে (এফডিআর) টাকা রাখলেও আগের মতো আর সুবিধা মিলবে না। কেননা চলতি বছরের এপ্রিলের মধ্যেই আমানতের সুদহার ছয় শতাংশে নামিয়ে আনার তোড়জোড় আছে ব্যাংক খাতে। আর্থিক প্রতিষ্ঠান ও কো-অপারেটিভ সোসাইটিগুলো একরকম আস্থার সংকটে পড়েছে বেশিরভাগ গ্রাহকের কাছে।

প্রশ্ন হচ্ছে নিম্নমধ্যবিত্ত সাধারণ মানুষ, অবসরপ্রাপ্ত মানুষ, কিংবা আপনার-আমার মতো সঞ্চয়প্রবণ নারীরা যাবেন কোথায় এখন? লভ্যাংশ হিসাবে বাড়তি টাকা হাতে না এলে ভালোভাবে খেয়ে-পড়ে আপনি আরও একটু ভালো কীভাবে থাকবেন, কীভাবে নিশ্চিন্তে থাকবেন?

এসব প্রশ্ন যাদের, উত্তর হিসাবে নির্দ্বিধায় তাদের জন্য বিনিয়োগের একটি দরজা এখনও খোলা। সেটা হচ্ছে সরকারের অভ্যন্তরীণ ঋণের অন্যতম উৎস সঞ্চয়পত্র। তবে সঞ্চয়পত্র খাতে বিনিয়োগের আগে গ্রাহকদের জানতে হবেÑদেশে কয় ধরনের সঞ্চয়পত্র আছে, একেকটি সঞ্চয়পত্রের ধরন কী, সুদের হারই বা কত?

সাধারণত দেশে চার ধরনের সঞ্চয়পত্র ব্যবস্থা চালু আছে। পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র। নামের মধ্যেই রয়েছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র মূলত পাঁচ বছর মেয়াদি। পরিবার সঞ্চয়পত্রের সুদ মাসিক ভিত্তিতে এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্রের সুদ তিন মাস অন্তরও তোলা যায়। সাধারণত ৫০ হাজার, এক লাখ থেকে ১০ লাখ টাকা মূল্যমানের পেনশনার সঞ্চয়পত্র রয়েছে। আর পরিবার সঞ্চয়পত্র রয়েছে ১০ হাজার থেকে শুরু করে ….read more

You may also like

Leave a Comment