Home Media & Press Poverty and the Sustainable Development Goals – Kaberi Maitraya, Business Reporter, 71TV

Poverty and the Sustainable Development Goals – Kaberi Maitraya, Business Reporter, 71TV

by

বিশ্বব্যাংকের সবশেষ হিসেবে, দেশের প্রতি ১শ জন মানুষের মাঝে ১২ জনই রয়েছে অতিদারিদ্র্য। আর এসব জনগোষ্ঠির অধিকাংশেরই নেই, জীবন যাপনের নূন্যতম সুযোগ সুবিধা। বিশ্লেষকরা বলছেন, অতিদারিদ্র্য পুরোপুরি না কমানো গেলে সম্ভব হবেনা আগামীর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়ন। এ অবস্থায়, সরকারের নীতিকৌশল দারিদ্রবিমোচন বান্ধব হওয়া জরুরী বলেও মনে করছেন তারা। কাবেরী মৈত্রেয়ের প্রতিবেদন
প্যাকেজ
ছোট্ট এই খুপরির মধ্যেই বসবাস তিন পরিবারের, যেখাসে সব মিলিয়ে সদস্য এগারো জন । পাশ ফিরলেই মানুষ, নেই সুস্থ স্বাভাবিক জীবন যাপনের অবস্থাও , তারপরেও এই খুপরির মধ্যেই পাচঁ সন্তান নিয়ে বসবাস নাসিমা আখতারের
সট : নাসিমা আখতার , বস্তিবাসী
এ কেবল নাসিমা আখতারের একার গল্প না , দিন যাপনের এমন গল্পটা এখন জয়নাব বেগম, মোখলেসসহ অনেকেরেই।
ভক্সপপ :
বিশ্বব্যাংক আর বাংলাদেশ পরিসংখ্যান বুর‌্যের হিসেবে, ১৬ কোটি মানুষের এদেশে, প্রতি একশ জনে প্রায় ১৩ জনেরই শিক্ষা, স্বাস্থ্য , আবাসনসহ একাধিক মৌলিক চাহিদা পূরণ হয় না। আর দরিদ্র্ মানুষই রয়েছে প্রায় ২৪ ভাগ। জীবিকার নূন্যতম উপায় না থাকায় অনেকেই হচ্ছেন…read more

You may also like

Leave a Comment