Home Media & Press সাংবাদিকতায় নারী: বড় চ্যালেঞ্জ সময় সমন্বয়

সাংবাদিকতায় নারী: বড় চ্যালেঞ্জ সময় সমন্বয়

by

পুরুষতান্ত্রিক সমাজে নানা প্রতিবন্ধকতাকে সহ্য করেই নানা ধরনের পেশায় টিকে থাকতে হয় নারীদের। অন্য অনেক পেশার ভেতর সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় নারীদের চ্যালেঞ্জ বহুমাত্রিক। তবে ঘর ও অফিস দুই জায়গা সামলে চলাটাই নারী সাংবাদিকদের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন বাংলাদেশের নারী সাংবাদিকরা।

গতকাল সোমবার, আন্তর্জাতিক নারী দিবসে, জাগরণ অনলাইন আয়োজন করে “হোক­ জাগরণে”র বিশেষ পর্ব। “সাংবাদিকতায় নারী” শিরোনামে অনুষ্ঠানটি জাগরণের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে প্রচার করা হয় সন্ধ্যা ৬টায়। সেখানে সরাসরি যুক্ত হন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বিজনেসর প্রোগ্রামের প্রধান উম্মন নাহার আজমি, একাত্তর টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক কাবেরী মৈত্রেয় এবং দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আকতার মালা। উপস্থাপনায় ছিলেন সানজিদা আক্তার শম্পা।

নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ নিয়ে কাবেরী মৈত্রেয় বলেন, “সাংবাদিকতায় চ্যালেঞ্জ যেটি সেটি হচ্ছে, আমাদের মতো মেয়েদের, যারা আমরা ঘর ও বাইরে দুটোই সামলাচ্ছি, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সময় সমন্বয় করা। আমরা যারা রিপোর্টিংয়ে আছি, তাদের বাইরে কাজ করাটাও একটা বড় চ্যালেঞ্জ। একই সাথে অর্থনীতির বিষয় নিয়ে রিপোর্টিং করার কারণে প্রচুর পড়াশোনা এবং সোর্স থেকে তথ্য সংগ্রহ করা ও সোর্সের সাথে সম্পর্ক ধরে রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ। আর সেই সাথে বাংলাদেশের বাস্তবতায় যেখানে খুব কম সংখ্যক নারী সাংবাদিতায় আসছেন সেখানে অফিসের পরিবেশটা একটা বড় ব্যাপার।”…..read more

You may also like

Leave a Comment