‘সহজ কথা ঠিক ততটা সহজ নয়’ শঙ্খ ঘোষের সঙ্গিনী কবিতার জনপ্রিয় এই বাক্যের মর্ম তখনই বুঝতে পারবে কেউ যদি সে সাংবাদিকতায় অর্থনৈতিক বিষয়কে নির্বাচন করে তাও আবার টেলিভিশনের জন্য। মূলধারা টেলিভিশনগুলোতে ব্যবসা বা অর্থনৈতিক সংবাদ পরিবেশনের জন্য নির্দিষ্ট বুলেটিন থাকে। যেখানে একজন বিজনেস রিপোর্টার নিয়মিত মাঠ থেকে তথ্য এনে তা সংবাদ আকারে পরিবেশন করে আসছেন। ওই সংবাদ বা নিউজগুলো কিন্তু অন-এয়ার হয় দিনের অন্যান্য বুলেটিনেও।
তবে সবমিলিয়ে সেই সংবাদটি যাকে টেলিভিশনের ভাষায় প্যাকেজ বলে অভিহিত করা হচ্ছে তা থাকে সবোর্চ্চ ২ মিনিট ৩০ সেকেন্ড, স্ক্রিপ্ট লিখতে হয় সবমিলিয়ে সবোর্চ্চ ২২০ শব্দে, অনেক প্রোগ্রামভিত্তিক টেলিভিশনে এখন উপস্থাপিকার লিংক পার্ট ধরে ১৮০ শব্দ। মুস্কিল হলো, ওই সময়ের মধ্যে অর্থনীতির মতো রসকষহীন বিষয়গুলো যেমন মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, প্রবৃদ্ধির মতো শতশত অর্থনৈতিক সূচকগুলোর ব্যাখা ফুটেজ (ছবি) দিয়ে, তার সংখ্যা ও হিসাবগত বিশ্লেষণ গ্রাফিক্স আকারে, সংশ্লিষ্টদের মতামত তুলে ধরতে হবে যা রীতিমতো চ্যালেঞ্জের। ….read more