Home Media & Press টিভি সাংবাদিকদের স্বাধীনতা কম?

টিভি সাংবাদিকদের স্বাধীনতা কম?

by

একজন পত্রিকার সাংবাদিক সম্প্রচার মাধ্যমের সাংবাদিকের চেয়ে তুলনামূলক স্পর্শকাতর সংবাদ বেশি করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার সাংবাদিকদের এ নিয়ে চাপা ক্ষোভ দেখা যায় মাঝে মাঝে।

সম্প্রচার সাংবাদিকরা বলছেন, পত্রিকার সাংবাদিক সংবাদ প্রকাশ করতে যে পরিমাণ স্বাধীনতা ভোগ করেন তারা সে পরিমাণ স্বাধীনতা ভোগ করতে পারেন না। বিশ্লেষনে দেখা যায়, ছাপা মাধ্যমে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়েছে যা অত্যন্ত স্পর্শকাতর। কিন্তু টেলিভিশন মাধ্যমে এ ধরনের সংবাদের পরিমাণ তুলনামূলক কম।

বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক বীমা ও শেয়ারবাজারসহ ব্যবসা বাণিজ্য নিয়ে দীর্ঘদিন কাজ করছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাবেরী মৈত্রেয়। বিবিসে বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “কোনো একটি সংবাদ যেন প্রকাশ না হয় এই চাপটা মনে হয় যেকোনো সময়ের তুলনায় বেশি হয়ে গেছে। যেমন একটি সংবাদ সংগ্রহ করতে যাচ্ছি যার বিরুদ্ধে এটি যাবে সে হয়তো আমার অফিসের কোনো কর্তৃপক্ষ, মালিক বা অন্যকাউকে হয়ত ফোন করছে। এবং তাকে বলছে যে উনি আমার কাছে এসেছিলেন এই সংবাদটা যেন প্রকাশ না হয়। এবং সংবাদ প্রকাশ না করার জন্য বিজ্ঞাপন থেকে শুরু করে অন্যতম বড় হাতিয়ার হিসেবে আছেই।”….read more

You may also like

Leave a Comment