Home DRU Award সেরা রিপোর্টিং পুরষ্কার পেলেন একাত্তর টিভির কাবেরী ও নয়ন

সেরা রিপোর্টিং পুরষ্কার পেলেন একাত্তর টিভির কাবেরী ও নয়ন

by

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১ পেলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাবেরী মৈত্রেয় ও নয়ন আদিত্য (আদনান খান) সহ ২২ সাংবাদিক।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ডিআরইউ’র উদ্যোগে ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’ উপলক্ষে এক অনুষ্ঠানে এ পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাল সনদের মাধ্যমে নিয়োগ পাওয়া দুশো কারারক্ষী চাকরি করছিলেন সিলেট বিভাগের বিভিন্ন কারাগারে। এই নিয়োগ চক্র নিয়ে একাত্তর টিভিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয় গত বছর নভেম্বরে। পরে এর সত্যতা পায় কতৃপক্ষের তদন্ত কমিটি। ‘সুশাসন ও দুর্নীতির অনুসন্ধান’ ক্যাটাগরিতে এই প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন একাত্তরের সিনিয়র রিপোর্টার নয়ন আদিত্য। …read more

You may also like

Leave a Comment