Home Newspaper Publications অর্থনীতি নিয়ে সাংবাদিকতায় নারীর অংশগ্রহণ বাড়ছে

অর্থনীতি নিয়ে সাংবাদিকতায় নারীর অংশগ্রহণ বাড়ছে

by srotkaberi

বাংলাদেশে অর্থনীতি সাংবাদিকতার পরিসর দিন দিন-ই বাড়ছে। পত্রিকা, অনলাইন কিংবা টেলিভিশনে নিয়মিতভাবে পৃথক বা আলাদাভাবে গুরুত্ব দিয়ে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সংবাদ নিয়মিত প্রকাশিত হচ্ছে। এমনকি বিজ শো, টক শো পরিচালনা করে আসছে গণমাধ্যমগুলো। প্রতিটি মিডিয়া হাউসে বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিকাশমান অর্থনীতির ধারা আমলে নিয়ে আলাদা বিট-ই পরিচালনা করে আসছে গেল এক দশকের বেশি সময় ধরে।

সে হিসাবে প্রতিষ্ঠানগুলো নিয়মিত সংবাদকর্মী, রিপোর্টার নিয়োগ দিয়ে আসছে। তবে অর্থনীতি সাংবাদিকতায় পুরুষের যতটা সরব উপস্থিতি দেখা যায় সে তুলনায় নারী সাংবাদিক একবারে হাতেগোনা। অর্থনীতি সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের তথ্য দেখলেও বোঝা যায় নিয়মিত অর্থনীতি সংক্রান্ত সংবাদ সংগ্রহ করছেন কিংবা সাংবাদিকতা করছেন এমন নারী আছেন মাত্র ২৩ জন। মাঠ কিংবা ডেস্কে অর্থনীতি সাংবাদিকতায় নিয়োজিত পত্রিকায় নারীদের সংখ্যাটা কম বেশি থাকলেও টেলিভিশনে একবারে হাতেগোনা। এদের-ই একজন কাবেরী মৈত্রেয়। শুরুটা পত্রিকায় হলেও গেল এক দশক ধরে নিয়মিত মাঠে প্রান্তরে ছুটছেন।
কাবেরী মৈত্রেয়ের জন্ম নওগাঁর মান্দা উপজেলায়। বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, মা গৃহিণী। তিন ভাই বোনের মধ্যে মেঝ তিনি। পড়াশোনা শেষ করেছেন অর্থনীতি বিষয়ে। পড়াশোনা অবস্থায় বিয়ে এরপরপরই সন্তান। স্নাতকোত্তর শেষে কাবেরীর পেশাগত জীবনটা শুরু হয়েছিল বেসরকারি এক ব্যাংক দিয়ে। সেখানে বছর দেড়েক কর্মরত থাকার পর, করপোরেট প্রতিষ্ঠানে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়ে হুট করে পত্রিকায় যোগ দেন। কিছুদিন সাব-এডিটর হিসেবে কাজ করেছেন দৈনিক আমাদের সময়ে। এরপরপরই আবারও আরেক পত্রিকায় যোগ দেন, সেখানে মূলত মাঠের সাংবাদিকতার হাতেখড়ি। শুরুতে ব্যাংকিং, আর্থিক খাত নিয়ে কাজ করলেও বর্তমানে অর্থ, পরিকল্পনা, কৃষি, উন্নয়ন সহযোগী সংস্থা, গবেষণা সংস্থাগুলো নিয়ে কাজ করছেন তিনি।

২০১৪ সাল থেকে কর্মরত আছেন একাত্তর টেলিভিশনে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে। এরই মধ্যে অনুসন্ধানী সাংবাদিকতার অংশ হিসেবে পুরস্কার পেয়েছেন রিপোর্টারদের দুই শীর্ষ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ….read more

You may also like

Leave a Comment