কাবেরী মৈত্রেয়: গত এক দশকে সারা বিশ্বের সামনে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের রোল মডেল হিসেবে বেশ পরিচিতি পেয়েছে বাংলাদেশ। এর পেছনে বেশি ভ‚মিকা রেখেছে সরকারের নানামুখী উন্নয়ন নীতি ও কর্মসূচি। এ কারণে এদেশে গড়ে সাত শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক ১৩ শতাংশে। এ সময়ে দারিদ্র্য ও অতিদারিদ্র্যের হারও প্রায় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি কমেছে মায়েদের মৃত্যুর হার এবং এসেছে লিঙ্গসমতা। গড় আয়ুসহ অনেক সামাজিক সূচকেও বাংলাদেশ বিশ্বের বুকে এক অনন্য দেশ।
যদিও এতসব সুখবরের নিচে আছে অনুন্নয়ন নামক এক গোলকধাঁধা, যা বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে ঝুঁকিও তৈরি করছে। উন্নয়নের বাধা হিসেবে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এখন জলবায়ু পরিবর্তন। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে প্রবৃদ্ধি ধরে রাখাও এখন হুমকির মুখে পড়ছে। আর এসব দুর্যোগের সবচেয়ে বড় শিকার চরাঞ্চল ও উপক‚লের মানুষ।…read more