অর্থপাচারে জাতীয় অর্থনীতি সংকুচিত হচ্ছে। অর্থপাচার এক ধরনের ক্যানসার। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার আইনি কাঠামো করলেও তা বাস্তবায়নে সদিচ্ছার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, অর্থপাচার প্রতিরোধে আইনের সংশোধন, কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্ভয়ে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। একই সাথে দুদক এবং এনবিআরের মতো প্রতিষ্ঠানগুলোর কার্যক্ষমতা বাড়ানো প্রয়োজন। সুইস ব্যাংকসহ বিদেশে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে পাচারকৃত অর্থের পরিমাণ এবং পাচারকারীদের নাম প্রকাশের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে সমঝোতা হওয়া উচিত বলেও মনে করে তিনি।
গতকাল রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘অর্থপাচার রোধে রাজনৈতিক জবাবদিহিতা’ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।…..read more